পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে ধর্মীয় সম্প্রীতি, শুভেচ্ছা বিনিময় ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন—বড়দিন—উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় নরসিংদী জেলার একমাত্র চার্চ ঘোড়াশাল পৌর এলাকার নর্দান স্কুল প্রাঙ্গনে এ. জি চার্চের আয়োজনে বড়দিন উপলক্ষে কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়।
বড়দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ধর্মযাজক ও এ. জি চার্চের সভাপতি মাইকেল সুভাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন।
বক্তারা বলেন, বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

