বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সীমান্ত এলাকা সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই অংশ হিসেবে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও কম্বল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মোল্লারচর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকার বেহুলারচর নামক স্থানে অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ১০৬২/২-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করে এ অভিযান চালানো হয়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৮৩২ মিটার ভারতীয় থান তাপড়, কম্বল ১৮৬ পিস এবং কম্বলের কভার ১৮৬ পিস জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
জামালপুর ৩৫ ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে বিজিবি সদস্যদের তৎপর ভূমিকায় সন্তোষ প্রকাশ করা হয়। তিনি জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে বুধবার দেওয়ানগঞ্জ উপজেলার ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.