নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গলে সামছুদ্দিন ওরফে কোপা সামছুর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার জাগলার চর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।
নিহতরা হলেন কোপা সামছু, আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন, মোবারক হোসেন, আবুল কাশেম, হক সাব ও কামাল উদ্দিন। আহতদের মধ্যে কেউ কেউ চিকিৎসাধীন রয়েছেন।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, নিহত সামছুদ্দিনের ছোট ভাই আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে সামছুদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, জাগলার চরের জমি এখনও সরকারি বন্দোবস্তে আসেনি। এ সুযোগে দুই পক্ষের মধ্যে জমি দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়, যা সংঘর্ষ ও গোলাগুলিতে পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.