নবধারা ডেস্ক
ইসলামে জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে। এই দিনে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রেখেছেন অগণিত রহমত, ফজিলত ও ক্ষমার সুযোগ।
পবিত্র কুরআনে ‘সুরা জুমা’ নাজিল হওয়ার মাধ্যমে এ দিনের গুরুত্ব আরও সুস্পষ্ট হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, মনোযোগ সহকারে জুমার নামাজ আদায় ও খুতবা শুনলে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ছোট গুনাহ মাফ হয়।
ধর্মীয়ভাবে এ দিনে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, সুগন্ধি ব্যবহার, ভালো পোশাক পরিধান, দ্রুত মসজিদে গমন, বেশি বেশি দরুদ পাঠ, সুরা কাহাফ তেলাওয়াত এবং দান-সদকা করার বিশেষ ফজিলত রয়েছে।
জুমার দিনে একটি বিশেষ সময় আছে, যখন দোয়া কবুল হয় বলেও হাদিসে উল্লেখ রয়েছে। আলেমদের মতে, জুমা মুমিনদের জন্য আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.