দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই স্থানীয় যুবক।
উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ধোপারহাট বাজারে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নিজ হাতে পরিষ্কার করে পুড়িয়ে ফেলেছেন তারা।
স্থানীয় তরুণ নান্নু মৃধা ও রাসেল মোল্লা। তাদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।
উদ্যোক্তারা জানান, ধোপারহাট বাজারে ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক বোতল যত্রতত্র ফেলার কারণে তা বৃষ্টির পানির সাথে ড্রেন হয়ে পার্শ্ববর্তী ফসলি জমি ও জলাশয়ে গিয়ে পড়ছে। এর ফলে ফসলি জমির উর্বরতা হ্রাস পলিথিন মাটিতে পচে না বলে চাষাবাদের ব্যাপক ক্ষতি করছে ও প্লাস্টিক বর্জ্য খাল-বিলে মিশে মাছের প্রজনন ও বসবাসের পরিবেশ নষ্ট করছে।
উদ্যোগের বিষয়ে নান্নু মৃধা ও রাসেল বলেন, আমরা দেখি প্রতিনিয়ত বাজারে পলিথিন ও প্লাস্টিকের পরিমাণ বাড়ছে, যা আমাদের কৃষিজমি ও মাছের মারাত্মক ক্ষতি করছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতেই আমরা নিজস্ব উদ্যোগে এসব বর্জ্য সংগ্রহ করে নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছি।
এলাকাবাসী জানান, যুবকদের এমন সচেতনতামূলক কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের এই কাজের ফলে বাজারের পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা পাবে নিকটস্থ ফসলি জমিগুলো। অনেকেই মনে করছেন, এই দুই যুবকের কাজ দেখে সমাজের অন্যান্য তরুণরাও পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.