চাঁদপুর প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার পর চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত লঞ্চ দুটি হলো ঢাকা–বরিশাল রুটে চলাচলকারী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ এবং ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এম.ভি জাকির সম্রাট-৩।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতের প্রচণ্ড ঘন কুয়াশার কারণে নদীপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে জাকির সম্রাট-৩ লঞ্চকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে অপর একটি যাত্রীবাহী লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯-এর মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। তবে পথিমধ্যে আহতদের মধ্যে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।
চাঁদপুর বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর বাবু লাল বৌদ্ধ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

