শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ (মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, মোল্লাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এ.বি.এম. তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ কামারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন বাগেরহাট-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এ আসনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবেন।
উল্লেখ্য, মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী নিয়ে গঠিত বাগেরহাট-১ সংসদীয় আসনটি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন তৎপরতায় নির্বাচনী মাঠ দিন দিন আরও জমে উঠছে।

