সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই দুই নম্বর নৌকাঘাট এলাকা থেকে জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পৌণে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়।
এ ঘটনায় মাংস পরিবহনে জড়িত এক ব্যক্তি ও পরিবহন কাজে ব্যবহৃত গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র জাইদুল এবং গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর পুত্র গাড়িচালক তারেক।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় জাইদুলকে ১৫ হাজার টাকা এবং তারেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা জানান, কুড়িগ্রাম থেকে ঘোড়া এনে যমুনার সাউদটলার চরে জবাই করে সেই মাংস ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা।
ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তাভর্তি ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.