টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নারীসহ আরও চারজন আহত হয়েছেন।
নিহত কৃষকের নাম আলামিন শেখ (২৫)। তিনি উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আকবর আলী শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে ঢাকার সিটি কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে মধুখালী গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে আলামিন শেখকে বাধা দেন একই গ্রামের হাসেম শেখের ছেলে ফাইজুল শেখ (৩০) ও আব্বাস শেখ (৩৫)। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নওয়াব শেখের ছেলে টিপু শেখের নেতৃত্বে ২৫–৩০ জনের একটি দল আলামিনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
আলামিনের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন নারীসহ আরও চারজনকে মারধর করে আহত করে।
নিহতের ভাই আহত ইসমাইল শেখ অভিযোগ করে বলেন, ডুমুরিয়া ইউনিয়নের ঝনঝনিয়া মৌজায় তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রেকর্ড সংশোধনের মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে এবং সেই বিরোধ থেকেই তার ভাইকে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী নুরনাহার বেগম বলেন, “আমার তিনটি সন্তানকে এতিম করে দিল। নির্মমভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পর অভিযুক্ত ফাইজুল শেখ, আব্বাস শেখ ও টিপু শেখের বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীরা জানান, তারা বৃহস্পতিবার বিকেলে বাড়ি তালা দিয়ে পালিয়ে গেছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, কৃষকের মৃত্যুর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

