নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কোনাবাড়ি বাগানবাড়ি ছাপড়া মসজিদ এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৫) ভোরে সংঘটিত এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের সূত্র জানায়,শুক্রবার ভোর ৪টা ৯ মিনিটে মহানগরের কোনাবাড়ি ছাপড়া মসজিদ এলাকায় মানিক নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন প্রায় ৩০ হাজার বর্গফুট আয়তনের জুট গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে।
দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গোডাউনে বিপুল পরিমাণ দাহ্য জুট থাকায় পুরোপুরি আগুন নির্বাপণ করতে বিকেল ২টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে। পরে বিকেল সাড়ে ৩টায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো স্টেশনে ফিরে যায়।
এই অভিযানে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন। তার তত্ত্বাবধানে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি এবং সারাবো মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে গোডাউনের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেলেও সময়মতো অভিযান চালানোয় প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের আশপাশের এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তদন্ত শেষে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.