ঝিনাইদহ প্রতিনিধি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য কমরেড আব্দুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ এবং মওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মরহুম নেতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, নিরবতা পালন, বিশেষ দোয়া ও মোনাজাত এবং স্মরণসভা।
সকাল ১১টায় মরহুম কমরেড আব্দুস সালামের নিজ বাসভবন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মওলানা ভাসানী অনুসারী পরিষদের ঝিনাইদহ জেলা আহ্বায়ক মনিরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মরহুম নেতার পুত্র ও গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইকবাল জাহীদ রাজন।
স্মরণসভায় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সখায়ৎ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম,জাতীয় কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক ডা. আব্দুল কুদ্দুস,
যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক বিপ্লব বিষ্ণু,
কোটচাঁদপুর উপজেলা সুজনের সভাপতি নজরুল ইসলাম, গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা সভাপতি সোলায়মান হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রভাষক অমলেন্দু বিশ্বাস,শিক্ষক মনোয়ার হোসেন বাদশা, জাতীয় কৃষক সমিতির উপজেলা নেতা বাহার আলী ও জয়দেব কুমার দাশসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কমরেড আব্দুস সালাম ছিলেন আজীবন গণমানুষের অধিকার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী নেতা। তার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.