গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল মিনি ঘরোয়ালীগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
কটকস্থল স্পোটিং ক্লাবের আয়োজনে
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন গৌরনদী প্রেসক্লাবের প্যনেল আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।
কটকস্থল স্পোটিং ক্লাবের সভাপতি শাকিল ফকিরের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্টানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যনেল আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউল হক মাঝি, লিটন মাঝি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝি, যুবদল নেতা রিয়াজ বেপারী, সাইফুল বেপারী, তাঁরাকুপি-কটকস্থল নূরাণী-হাফেজী মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম। বক্তব্য রাখেন টুর্নামেন্টে কমিটির পরিচালক মিরাজুল ইসলাম পিয়াল, সোহানুর রহমান, হৃদয় মাঝি, আবিদ ফকির, হৃদয় ফকির, মো. ফয়সাল হোসেন সহ অন্যান্যরা। শেষে প্রধান অতিথি ফিতা কেটে টুর্নামেন্টের উদ্ধোধন করেন। উদ্ধোধনী খেলায় রেদোয়ান স্মৃতি একাদশ বনাম মৃধা সুপার একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

