ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. শেখ সাদি (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি চর কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল কাদের শেখের ছেলে।
অভিযানকালে গ্রেপ্তার এড়াতে শেখ সাদি স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করে মব সৃষ্টির চেষ্টা করে বলে জানায় যৌথবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুটি গুলি, একটি খেলনা পিস্তল এবং ৪২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শেখ সাদির বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তাহলে নিকটস্থ সেনাক্যাম্প বা থানায় অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.