Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দিল সাবেক শিক্ষার্থীরা

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান থেকে ৭ জন মরণোত্তর ও ১৪জন অবসরে থাকা জীবিত শিক্ষকদের মাঝে ক্রেস্ট, উত্তরীয়সহ নানারকম উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মরণোত্তর সম্মাননা প্রাপ্ত সাবেক শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শশাঙ্ক ভূষণ দাস, আব্দুর রহমান, কাজী হামিদ উদ্দীন, শহিদুল ইসলাম, শান্তি রঞ্জন নন্দী ও সহকারী শিক্ষক বিভূতিভূষণ ঘোষ (সেকেন্ড স্যার)।

অপরদিকে জীবিত থাকা অবসরপ্রাপ্ত যে সকল শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন, প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাস, নাছিমা আকতার, সহকারী শিক্ষক মো. আফতাব হোসেন খান (থার্ড স্যার), মো. মোজাফ্ফর রহমান, সাহিদা বানু (বড় আপা)
বরুন চন্দ্র মন্ডল, কাজী নজরুল ইসলাম, ভবতোষ কুমার ঘোষ, সুকুমার চন্দ্র দাস, জাহানারা বেগম, মঞ্জু রাণী দাস, দৌলতুন নেছা চৌধুরী, কাজী আফরোজা নাহার ও আরজুমান আরা।

এ উপলক্ষ্যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল উপাচার্য ড. কুদরত-ই-জাহান ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানার সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্মুতিচারণ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম, ডাঃ মো. আবু ওবায়দা, ডাঃ রাজীকুল ইসলাম রাজীব, শিক্ষা অফিসার মো. মিঠু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আল মাহমুদ হোসেন, মোঃ মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষার্থী এনজিও কর্মকর্তা আতাউর রহমান, শিক্ষক ও ব্যবসায়ী সবুজ কুমার মন্ডল, পত্নীতলা মডেল প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হাসান শাহরিয়ার পল্লব, ট্রাভেলস টুর এর পরিচালক শাহিদুজ্জামান রুবেল সহ বিভিন্ন পেশাজীবী,
সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জান মিলন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।

উল্লেখ্য ১৯৩১ সালে প্রতিষ্ঠার ৯৪ বছর পর প্রখম বারের মতো নজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হলো। শিক্ষার্থী ছাড়াও এলাকার সুধীজন উপস্থিত থেকে অনুষ্ঠানটাকে প্রাণ চাঞ্চল্য করে তোলেন।

এ সময় স্কুলে অসংখ্য সাবেক শিক্ষার্থীরা উপস্থিত থেকে শিক্ষকদের সাথে কুশল বিনিময় ও দোয়া চাইতে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।