মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে দিনাজপুরের খানসামা উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে উপজেলার ছাতিয়ানগড় গ্রামের মাদার দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহিতুল আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি হাফেজ মেরাজ উদ্দিন, সহ-সেক্রেটারি হাফেজ মমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিষ্ঠাবান ও ত্যাগী কর্মী। ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, ন্যায়ের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে শহীদ হাদী যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা কখনো ম্লান হবে না। অবিলম্বে তাঁর হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.