খুলনা প্রতিনিধি
খুলনায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে নগরীর এসওএস শিশুপল্লীর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ৩টার দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় গল্লামারী অভিমুখী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষোভে রাস্তার দুই পাশ অবরোধ করলে কিছু সময়ের জন্য ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে এবং বিষয়টি পিবিআইকে অবহিত করা হয়েছে। আটক প্রাইভেটকার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

