যশোর প্রতিনিধি
আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা (অষ্টম শ্রেণি)। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ৬২টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে মোট ৩৮ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর জেলায় ৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ৭ হাজার ৫৪ জন শিক্ষার্থী। এর মধ্যে যশোর জিলা স্কুলে ১ হাজার ৯৪৮, কেশবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৫০, মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৭০, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫১, বাঘারপাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫৫৪, ঝিকরগাছা সরকারি এমএল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৭৯০, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৭৪৬ এবং চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬৪৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।
খুলনা জেলায় ১২টি কেন্দ্রে ৫ হাজার ৯১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। বাগেরহাটের ৯টি কেন্দ্রে অংশ নেবে ৩ হাজার ৫২০ জন, সাতক্ষীরার ৭টি কেন্দ্রে ৪ হাজার ২৯১ জন এবং কুষ্টিয়ার ৬টি কেন্দ্রে ৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী।
এছাড়া চুয়াডাঙ্গার ৪টি কেন্দ্রে ২ হাজার ৫৯৯ জন, মেহেরপুরের ৩টি কেন্দ্রে ১ হাজার ৮৪৭ জন, ঝিনাইদহের ৬টি কেন্দ্রে ৪ হাজার ২৯২ জন, নড়াইলের ৩টি কেন্দ্রে ১ হাজার ৯১৯ জন এবং মাগুরার ৪টি কেন্দ্রে ২ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এবছর বিশেষ চাহিদাসম্পন্ন মোট ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জনকে অতিরিক্ত ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নেবে।
প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, “আগামী ২৮ ডিসেম্বর থেকে বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.