মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলায় প্রায় লক্ষাধিক লোকের বসবাস। পুরুষ ভোটার ৪১১৫২ জন, মহিলা ভোটার ৩৯৬৩৫ জন, এবং তৃতীয় লিঙ্গ ভোটার ০৪ জন সহ সর্বমোট ভোটার ৮০৭৯১ জন।
৬ টি ইউনিয়নে ৫৪ টি ওয়ার্ডে মোট ৪১ টি কেন্দ্র। এর মধ্যে ২৬/১২/২৫ ইং তারিখ রোজ শুক্রবার বেলা ১২'০০ ঘটিকার সময় নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, নেত্রকোণা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাবুদ্দিন কে সাথে নিয়ে ২ টি ইউনিয়নের ৯ কেন্দ্রসহ যাতায়াতের রাস্তা পরিদর্শন করেন।
জানা যায় খালিয়াজুরী সদর ইউনিয়নের
১। কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২। চানপুর আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩। আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪। দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫। খালিয়াজুরী কলেজ।
৬। খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
নগর ইউনিয়নের,,
১। বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২। নোয়াগাও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
৩। আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ২ ইউনিয়নের ৯ টি কেন্দ্র সহ যাতায়াতের রাস্তা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম, সহকারী কমিশনার ( ভূমি) সাকিব বিন জামান প্রত্যয়, উপজেলা প্রকৌশলী মোঃ আউলাদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আলিফউর রহমান, খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মহোদয় কেন্দ্র গুলো পরিদর্শন করে ভাল হিসাবে সম্মিত প্রকাশ করেন এবং যে সকল রাস্তা মেরামত করা প্রয়োজন, সেগুলো দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
সকলের সর্বাত্মক সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, সুন্দর, শান্তিময় পরিবেশে, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.