জয়পুরহাট প্রতিনিধি
কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছে খেটে খাওয়া ও দরিদ্র মানুষরা। রাতভর শীতে কাঁপতে কাঁপতে ঘুমহীন সময় পার করছেন অনেকেই। এমন সময়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সদ্য প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন কালাই সোশ্যাল অর্গানাইজেশন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় কালাই আহলে হাদীস মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পৌরসভার ৯টি ওয়ার্ডের শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। কালাই সোশ্যাল অর্গানাইজেশনের পরিচালক আবুল হাসনাত সরকার বাবষলা নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান আলী, কালাই আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা, কালাই আল মারকাযুল ইসলামী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহসহ আরও অনেকে।
কম্বল পেয়ে মূলগ্রাম মহল্লার বাসিন্দা বৃদ্ধ আকামুদ্দিন বলেন, “গত রাতে ঠান্ডার কারণে ঘুমাতে পারিনি। দুই বছর আগে পাওয়া একটি পুরনো কম্বল ছিঁড়ে গেছে। সেটাই গায়ে দিয়ে সারারাত বসে ছিলাম। আজ নতুন কম্বল পেয়ে অনেক উপকার হলো।”
কালাই সোশ্যাল অর্গানাইজেশনের পরিচালক আবুল হাসনাত সরকার বাবলা বলেন, “এই সংগঠন কোনো ঋণ কার্যক্রম বা বিদেশি সহায়তার জন্য নয়। এটি একটি সম্পূর্ণ সামাজিক ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আজ নিজস্ব অর্থায়নে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম আরও বেগবান হবে ইনশাআল্লাহ।”
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কালাই সোশ্যাল অর্গানাইজেশনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.