নোয়াখালী প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নোয়াখালীর সাংবাদিকরা।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব ভবনে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, র্যালি ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম এমরান খান।
আলোচনা সভায় নোয়াখালীর সিনিয়র সাংবাদিকগণ বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান, নোয়াখালীর কৃতী সন্তান রফিকুল আমিন, বার্তা প্রধান জিয়াউল কবির সুমন এবং নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে প্রেস ক্লাব সড়কে একটি র্যালি বের করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রেস ক্লাবে আয়োজিত মধ্যাহ্নভোজে অতিথি ও সাংবাদিকরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.