হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশাকে পুঁজি করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় খামারি ও কৃষকরা। নিরাপত্তাহীনতায় অনেকেই রাতভর নির্ঘুম থেকে গোয়ালঘর পাহারা দিতে বাধ্য হচ্ছেন।
সর্বশেষ শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলা কান্দি গ্রামের কৃষক রাজন মিয়ার গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতের ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে চোরচক্র নির্বিঘ্নে গোয়ালঘর খালি করে পালিয়ে যায়।
এর আগে মঙ্গলবার রাতে সিধলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের কৃষক উজ্জ্বল মিয়ার গোয়ালঘর থেকে তালা ভেঙে দুটি গরু চুরি হয়। এছাড়া শুক্রবার দিবাগত রাতেই সিধলা ইউনিয়নের কোনা মেছেড়া ও মেছেড়া গ্রামের দুটি বাড়িতে গরু চুরির চেষ্টা করা হয়। তবে পরিবারের সদস্যরা টের পেলে চোরেরা গরু রেখেই পালিয়ে যায়।
স্থানীয় কৃষকরা জানান, গবাদিপশুই তাদের জীবিকার প্রধান অবলম্বন। এক রাতেই সব হারিয়ে যাওয়ার আশঙ্কা তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। অনেক কৃষক রাত জেগে পাহারা দিচ্ছেন, কেউ কেউ গোয়ালঘরের নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করছেন।
এ বিষয়ে হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, “বর্তমান বৈরী আবহাওয়া ও কুয়াশার সুযোগ নিয়ে চোরচক্র সক্রিয় হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।”
এলাকাবাসী দ্রুত গরু চোর চক্র শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি রাতকালীন পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.