জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পেরে পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা।
ভুক্তভোগী মেহেদী হাসান (৩৭) সোনালী ব্যাংক পাঁচবিবি শাখার কর্মকর্তা। তিনি পাঁচবিবি পৌরসভার সরকারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে যান। শনিবার সকালে বাড়িওয়ালা ফোন করে জানালার গ্রিল ভাঙা থাকার বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে মেহেদী হাসান ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি-বাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
মেহেদী হাসান জানান, চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ড্রয়ার ও বাক্সের তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২১ হাজার টাকা নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.