নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) চেকপোস্টে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) এসআই (নিঃ) মোবারক হোসেনের নেতৃত্বে এএসআই দীপক কুমার ও সঙ্গীয় ফোর্স শিবপুর থানাধীন শাষপুর এলাকার বদু মার্কেটের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— মো. বুরহান উদ্দিন (২২), পিতা মো. শরিফ উদ্দিন, মাতা কুলসুমা বেগম, বাড়ি নয়ামাটি, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট এবং মো. সাহিদ আহম্মেদ (২৫), পিতা মো. হাজী আনিসুল হক, মাতা মৃত দিলারা বেগম, বাড়ি রামপ্রসাদ, থানা জৈন্তাপুর, জেলা সিলেট।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িসহ জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.