হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল গফফারের বড় ভাই আব্দুর রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যশোর–১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আটটার দিকে শ্বাসকষ্টজনিত কারণে নিজ বাড়িতে কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামে আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে কায়বা ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের জানাজা নামাজ শনিবার জোহরের নামাজের পর স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা শেষে আলহাজ্ব নুরুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন একজন সৎ, বিনয়ী ও সমাজপ্রিয় মানুষ। তাঁর মৃত্যু পরিবার ও এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
জানাজা ও শোকসভায় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.