সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব আবদুল জলিল সভাপতি এবং শেখ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে সোনাগাজী বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। নির্বাচনি সভায় সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি আবুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. নুর আলম দুলু, লাইন সম্পাদক আবুল কাসেম, যুগ্ম লাইন সম্পাদক নুরুল আবছার এবং সদস্য আবুল হাসেম।
সাবেক আহ্বায়ক শেখ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনি সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ মালিকদের স্বার্থ সংরক্ষণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

