Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ ধানের শীষের প্রার্থী ড.ফরিদুজ্জামান কে ফুলেল শুভেচ্ছায় বরণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২৭, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল-২আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে দলীয় নেতা-কর্মীরা।

শনিবার (২৭ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ঢাকা থেকে সড়ক পথে লোহাগড়ার মধুমতী কালনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপি’র প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়।

পরে উচ্ছ্সিত নেতাকর্মী ও সমর্থকরা তাদের মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ কে নিয়ে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে লোহাগড়ার শহরের কুন্দশী এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ফুল দিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এ দিকে মোটরসাইকেলের শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় তিনি নড়াইলবাসীর উদ্দেশ্যে বলেন,মানুষের ভালোবাসায় আমি সিক্ত। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে এ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।