Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে চুপাইর  উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত 

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চুপাইর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে  দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা ৪৫ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে শত বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব  খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  এ টি এম কামরুল ইসলাম ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ইসলাম মোহামেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পিএইচডি মহাপরিচালক মোঃ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) এর অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অপ অপারেশন ডিএমডি মনিরুজ্জামান মোল্লা।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,  শিক্ষক, সাবেক- বর্তমান  ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগ-আপ্লুত হয়ে পড়েন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।