সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চুপাইর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা ৪৫ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে শত বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলাম ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ইসলাম মোহামেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পিএইচডি মহাপরিচালক মোঃ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) এর অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অপ অপারেশন ডিএমডি মনিরুজ্জামান মোল্লা।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, সাবেক- বর্তমান ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগ-আপ্লুত হয়ে পড়েন ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.