সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর প্রাচীন বিদ্যাপীঠ বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে শনিবার দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদরা উপস্থিত হয়ে মিলনমেলার পরিবেশকে উৎসবমুখর করেছেন।
প্রাক্তন কৃতি শিক্ষার্থী ড. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং মাস্টার খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইনভেস্ট ব্যাংক অব কপোরেশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ড. আবুল হোসেন সিরাজ উদ-দৌলা, প্রাক্তন কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ইকবাল হোসেন, সাংবাদিক আবু তাহের, টিটু দাস দত্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল করিম দুলাল, সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মহিউদ্দিন, আবুল কাশেম, বিমলেন্দু দত্ত, জগদিশ চন্দ্র আশ্চার্য, নজরুল ইসলাম এবং বর্তমান প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
বিদ্যালয়টি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৬৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের পুণর্মিলনী ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতি বিনিময়, অভিজ্ঞতা শেয়ার এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে দিনটি স্মরণীয় করে তুলেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.