একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।
নির্বাচন পরবর্তী কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তজনা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে তিনি বিজয়ী ও পরাজিত উভয় পক্ষের সমর্থকদের ধৈর্য ধরার এবং ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।
ওসি রতন শেখ বলেন, "নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। ফলাফল পরবর্তী সময়ে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় এবং আচরণবিধি লঙ্ঘন না করে, সেদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।"
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমিতির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে এই সময়োপযোগী সতর্কবার্তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.