রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪ টা থেকে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুইটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর থেকেই রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.