রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি’র বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শামীম শিকদার ওরফে ডি কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম এবং মাহদিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন— তনিমা তন্বী ও মো. আরিফ।
র্যাব-৬ খুলনার মুখপাত্র মেজর মো. নাজমুল ইসলাম রোববার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার পরপরই র্যাব-৬-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন তথ্য-উপাত্তসহ সিসিটিভি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে। পরে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য এবং ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। এরপর তাদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সন্দেহভাজন হিসেবে মো. আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে বসুপাড়া এলাকা থেকে শামীম শিকদার ওরফে ঢাকাইয়া শামীম এবং মাহদিনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম শিকদার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে নিজেই মো. মোতালেব শিকদারের মাথায় গুলি করেছে বলে র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.