ঝিনাইদহ প্রতিনিধি
বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ জুলাই বীর যোদ্ধারা কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করলেন
বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনের অঙ্গীকার নিয়ে ২১ বছরে পদার্পণ করলো দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টেলিভিশন’।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের ন্যায় ঝিনাইদহেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই শুভ জন্মদিন। সকালে কেক কাটা, র্যালী এবং আলোচনা সভার মাধ্যমে চ্যানেলটির দীর্ঘ পথচলার সাফল্য কামনা করা হয়।
এই স্লোগানকে বুকে ধারণ করে ২০০৫ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল বৈশাখী টেলিভিশন।
আজ সেই পথচলার ২১ বছর পূর্ণ হলো। ঝিনাইদহে এই বিশেষ দিনটি উদ্যাপনে সকাল সাড়ে ১১টায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে চব্বিশের জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা কেক কেটে বৈশাখী টিভির জন্মদিন উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বৈশাখী টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি ওবায়দুল্লাহ পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেলিভিশন ফোরামের সভাপতি ও আরটিভির প্রতিনিধি শিপলু জামান। জুলাই আন্দোলনে বিশেষ ভূমিকা রাখা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান, জিটিভির রিয়াজ রহমান এবং সমকালের জামির হোসেনও এই আয়োজনে যোগ দিয়ে বৈশাখী টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন কালিগঞ্জ কোট চাঁদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘ দুই দশক ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এবং দেশের সংস্কৃতি তুলে ধরতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নিয়ে বৈশাখী পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ঝিনাইদহের এই উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ কেবল একটি মাইলফলকই নয়, বরং আগামী দিনের দায়িত্বশীল সাংবাদিকতার এক নতুন প্রতিশ্রুতির নাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.