Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাঁধন বুটেক্স ইউনিট কর্তৃক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: শিহাব হোসেন, বুটেক্স প্রতিনিধি 
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

মো: শিহাব হোসেন, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)–ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন, বুটেক্স ইউনিট–এর উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গতকাল রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি হিমেল রয় এবং সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌকির। তাদের নেতৃত্বে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় ও পথচারী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সভাপতি হিমেল রয় বলেন, “শীত মৌসুমে রাস্তায় থাকা গরিব ও দুস্থ মানুষের কষ্ট অনেকেই উপলব্ধি করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাঁধন বুটেক্স ইউনিট সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চায়। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের সেই দায়িত্ববোধেরই একটি ক্ষুদ্র প্রয়াস। সকলের সম্মিলিত সহযোগিতায় ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব—এই প্রত্যাশা রাখি।”

সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌকির বলেন, “প্রতি বছরই বাঁধন, বুটেক্স ইউনিট বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে অন্যতম হলো গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে আমরা প্রায় ১০০টি কম্বলসহ অনুদানের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও বাঁধন, বুটেক্স ইউনিট এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে বলে আমি আশাবাদী। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য বাঁধন বুটেক্স ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাঁধন বুটেক্স ইউনিটের স্বেচ্ছাসেবকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।