হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁয় ১৫ তম আঞ্চলিক মুন্ডা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ লুথারেন চার্চ, স্বরস্বতিপুরে অনুষ্ঠিত সম্মেলনে জাগকে উঠুক মুন্ডা সংগঠনের আহবায়ক দেবেন্দ্রনাথ পাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লক্ষণ মুন্ডা, সাধারণ সম্পাদক, বৃহত্তর সিলেট মুন্ডা সমাজকল্যাণ পরিষদ, সুভাষ চন্দ্র হেমব্রম, সাংগঠনিক সম্পাদক, জাতীয় আদিবাসি পরিষদ, কালীপদ সরকার, বাসদ, মহাদেবপুর, জয়নাল আবেদীন মুকুল, উপদেষ্টা, জাতীয় আদিবাসি পরিষদ ও বাসদ নেতা, আসির উদ্দীন, এলাকা সমন্বয়কারী, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ,পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনুর রহমানপ্রমূখ।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুন্ডা জনগোষ্ঠী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা আদিবাসীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ, মুন্ডাভাষা- সংস্কৃতি সংরক্ষণ ও মাদকমুক্ত সমাজ গঠন, নিজেদের সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকা, উচ্চশিক্ষা গ্রহণ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে হওয়া, অধিকার আদায়ে জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, উৎপাদনে দেশীয় বীজ ও পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা, মুন্ডাভাষা ও সংষ্কৃতি সুরক্ষায় জোরদার আন্দোলন গড়ে তোলা, ৩১টি জাতি গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে আদিবাসিদের প্রতিটি কথা শোনা, সকল বৈষম্য বঞ্চনার অবসান ঘটানো এবং মৌলিক অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.