নবধারা ডেস্ক
ইসলামে তাওবা একটি অপরিহার্য ইবাদত, যার মাধ্যমে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। তাওবা পাপ মোচন, আল্লাহর ভালোবাসা অর্জন, মানসিক প্রশান্তি এবং দুনিয়া-আখিরাতে মুক্তির অন্যতম মাধ্যম।
পাপ মোচনের প্রধান উপায়, তাওবার মাধ্যমে ছোট-বড় সব গুনাহ মাফ হয়। বিশেষ করে কবিরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না বলে ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে।
আল্লাহর ভালোবাসা অর্জন, আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। কুরআনে বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন” (সূরা বাকারা: ২২)।
মানসিক ও আত্মিক প্রশান্তি, পাপের বোঝা অন্তরকে অস্থির করে তোলে। তাওবার মাধ্যমে অন্তর পবিত্র হয় এবং জীবনে শান্তি ও স্থিরতা ফিরে আসে।
রহমত ও রিযিকের প্রতিশ্রুতি, তাওবার ফলে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন, রহমত নাজিল করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিযিকের ব্যবস্থা করেন। সংকট থেকে উত্তরণের পথও সহজ হয়।
নতুন জীবনের সূচনা, হাদিস অনুযায়ী, তাওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন সে কখনো পাপই করেনি। তাওবা মানুষকে নতুনভাবে ভালো আমলের পথে পরিচালিত করে।
তাওবার তিনটি শর্ত, ইসলামে গ্রহণযোগ্য তাওবার জন্য তিনটি শর্ত রয়েছে
১) পাপ ত্যাগ করা
২) আন্তরিক অনুশোচনা
৩) ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প
তাওবা হলো আল্লাহর পথে ফিরে আসার নাম। এটি বান্দাকে পাপ থেকে মুক্ত করে, জীবনকে পরিশুদ্ধ করে এবং দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.