Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৩০

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

 

রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেয়। এ সময় উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন সেনাসদস্য সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাঁচরুখি গ্রামের বাচ্চু মিয়া (৫০) নামের এক আদম ব্যবসায়ী এলাকার অন্তত ১৫ জনকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাঠান। তবে বিদেশে গিয়ে অনেকেই কাজ না পেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ নিয়ে ভুক্তভোগীদের পরিবার বাচ্চু মিয়ার কাছে বিচার চাইতে গেলে উল্টো হয়রানির শিকার হওয়ার অভিযোগ ওঠে।

পুলিশের কার্যকর পদক্ষেপ না থাকায় বিষয়টি ধীরে ধীরে দুই গ্রামে ছড়িয়ে পড়ে। রোববার সকালে সোহেল ভেন্ডারের পক্ষ থেকে বাচ্চু মিয়ার কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়। কিছুক্ষণ পর বাচ্চু মিয়ার পক্ষ থেকেও পাল্টা ঘোষণা দেওয়া হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য আবুর কালাম জানান, জনতার বড় জমায়েত দেখে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হঠাৎ উত্তেজনা বাড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে ক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

এ বিষয়ে বাচ্চু মিয়া দাবি করেন, সোহেল ভেন্ডার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার লোকজন বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।

অন্যদিকে সোহেল ভেন্ডার বলেন, তিনি সালিস-দরবারের সঙ্গে জড়িত। ভুক্তভোগীরা বিচার চাইতে এলে বাচ্চু মিয়ার কাছে জবাব চাইলে উল্টো তাকে মারধর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই সময় সেনাবাহিনী সহায়তা করে। দৌড়ঝাঁপের মধ্যে একজন বৃদ্ধ আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. মোর্শেদ জানান, তারা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কোনো লাঠিচার্জ করা হয়নি। তবে কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।