Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সড়ক দখলমুক্ত করতে পৌর প্রশাসনের উচ্ছেদ অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভালুকা পৌর প্রশাসন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার মহাসড়কসংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের পাশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

পৌর প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, “নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মহাসড়কে যানজট নিরসনে নিয়মিতভাবে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।” তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপদ চলাচল ও সুবিধা নিশ্চিত করতে উন্নয়নমূলক কার্যক্রমও একযোগে চলমান থাকবে।

উচ্ছেদ অভিযানে স্থানীয় থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।