ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভালুকা পৌর প্রশাসন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার মহাসড়কসংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের পাশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
পৌর প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, “নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মহাসড়কে যানজট নিরসনে নিয়মিতভাবে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।” তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপদ চলাচল ও সুবিধা নিশ্চিত করতে উন্নয়নমূলক কার্যক্রমও একযোগে চলমান থাকবে।
উচ্ছেদ অভিযানে স্থানীয় থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.