Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলকে চিতলমারীতে ফুলেল শুভেচ্ছা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাগেরহাট-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল ঢাকা থেকে সড়কপথে পাটগাতী মধুমতী সেতু পার হয়ে দুপুর ১২টার দিকে চিতলমারী উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে শত শত বিএনপি নেতা-কর্মী, নারী-পুরুষ ও মতুয়া সম্প্রদায়ের লোকজন তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এরপর উৎসাহিত নেতা-কর্মী ও সমর্থকরা ব্যান্ড বাজনা ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বেলা ১টায় তিনি চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে এক পথসভায় কপিল কৃষ্ণ মণ্ডল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

এ সময় বাগেরহাট-১ আসনের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,“মানুষের ভালোবাসায় আজ আমি সিক্ত। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে এই আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে, ইনশাআল্লাহ।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।