গোপালগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম, এইচ খান মঞ্জু।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান এর নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র জমা দেন। এম, এইচ খান মঞ্জুর গোপালগঞ্জ জেলা বিএনপির একজন ত্যাগী ও পরিক্ষিত নেতা। তিনি ছিলেন সাবেক গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি। তিনি গোপালগঞ্জ-১ আসনের সাবেক এম,পি হিসাবেও দয়িত্ব পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের ভি, পি এস এম সুমন,সাবেক পৌর বিএনপির সভাপতি ঝান্টু খান সহ আরো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.