আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কর্মকর্তার সাথে দুর্গাপুর প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৮ডিসেম্বর ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা কর্মকর্তা বলেন, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কার্যক্রমে অনিয়মসহ নানা বিষয় তুলে ধরেন। এ সময় উপজেলা কর্মকর্তা সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি, জীবন আলী সবুজ সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান,সোহান আজহারুল ইসলাম বুলবুল,আশরাফুল ইসলাম,শাহিন ইসলাম, মনিরুল ইসলাম,আবুল ইসলাম, মবোবারক হসেন শিশির,রসূল ইসলাম,রাজু আহাম্মেদ, আকাশ,মফাজল হোসেন মায়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী সাধারণ সম্পাদক জিএম কিবরিয়া সাংগঠনিক সম্পাদক এজাজুল হক মুন্না প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.