হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মাওলানা আজিজুর রহমান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর অশেষ কৃপায় আজ আমরা মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। আশা করি, এবারের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।” তিনি এ সময় সবার সহযোগিতা কামনা করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের নির্বাচন পরিচালক মাওলানা রেজাউল করিম, জেলা সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, শার্শা থানা আমির মাওলানা ফারুক হাসান, বেনাপোল পৌর আমির রেজাউল ইসলাম, পৌর সেক্রেটারি ইউছুপ আলীসহ দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.