আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁন মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি,,,,রাজিউন)। তিনি দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁন দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন।
সোমবার বাদ যোহর সুশীলগাতী জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাযে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই শামীম আহসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ দল।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, জামায়াত নেতা ফয়েজুল ইসলামসহ এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.