রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর রাতে রাজবাড়ী সদর থানাধীন গৌরন্দী ইউনিয়নের সেনগ্রামিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর থানার বিভিন্ন এলাকার চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান সরদার (২৮), মো. সিয়াম শেখ (২১), মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) ও মো. ফিরোজ শেখ (৩০)।
ডিবি পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭.৬৫ এমএম বোরের দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যেগুলোতে ‘Made in USA’ লেখা রয়েছে। এছাড়া চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, নগদ ২০ হাজার টাকা এবং একটি কালো রঙের ছোট ব্যাগ জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. সিয়াম শেখের বিরুদ্ধে মারামারি সংক্রান্ত মামলা রয়েছে। অপরদিকে মো. জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ মোট নয়টি মামলা রয়েছে। এছাড়াও মো. ফিরোজ শেখের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.