রাজশাহী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করে বলেছেন, নির্বাচন ঘনিয়ে এলেও সব দলের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।
সোমবার দুপুর ১ ঘটিকার সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ।
১৯৮৬ সালে তিনি এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ রাজশাহীতে ৬টি আসনের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন দাখিল করছেন। শেষদিনে উৎসবমুখর পরিবেশে কর্মীসমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এ উপলক্ষ্যে সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মনোনয়ন উওোলন হয়েছিলো ৫৬টি। ৬ আসনের অনেক মনোনয়ন উপজেলা পর্যায়ের কার্যালয়ে জমা পড়লেও রাজনৈতিক দলগুলোনের হেভিওয়েট প্রার্থীরা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিতে দেখা যায়।

