নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলের আগে ইয়াসের খান চৌধুরী নান্দাইলবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং ভোটের মাঠে ধানের শীষের জনপ্রিয়তা ধরে রেখে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।
উল্লেখ্য, ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও নান্দাইল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একমাত্র পুত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.