তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সোমবার (২৯ ডিসেম্বর) তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভা কক্ষে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে বার্ষিক প্রকল্প পর্যালোচনা ও ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, তথ্য কর্মকর্তা মুক্তি রানী ঘোষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া খাতুন ও দেবকী রানী রায়। এছাড়া সাংবাদিক গাজী জাহিদুর রহমানও উপস্থিত ছিলেন।
সংস্থার নির্বাহী প্রধান আশরাফুন নাহার স্বাগত বক্তব্যে প্রকল্পের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম, সাফল্য ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নতুন উদ্যোগ গ্রহণ ও সমন্বয় বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

