তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা তালা তেঁতুলিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক নারী সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। তিনি ভোটারদের করণীয়, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, শান্তিপূর্ণভাবে ভোট প্রদান এবং নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক ও তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ। এছাড়াও ইউপি সদস্য শংকার ও ইতি আক্তার মতবিনিময় করেন।
সভায় অংশগ্রহণকারীরা ভোটার সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণের জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.