তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সকাল ১০টায় তালা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় মনোনীত প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, জামায়াতে ইসলামি জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু প্রমুখ।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত নেতারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীতা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

